• hello@ngospa.org
  • +8801730340000, +8801678116064

Winter clothing distribution to the homeless on Dhaka streets

Start time 2020-12-22 06:01
Finished Time 2020-12-22 10:00
Address Dhaka
Content
SPA এর পক্ষ থেকে ঢাকার ফুটপাতে পড়ে থাকা অবহেলিত শীতার্ত মানুষদের পাশে শীতবস্ত্র ও কম্বল দিয়ে পাশে দাঁড়িয়েছে SPA ফ্যামিলি, কম্বল ও শীতবস্ত্র বিতরণ করছেন SPA এর সেক্রেটারি ডা. দেওয়ান মোহাম্মদ জাহিদ, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম সিরাজী, সদস্য মোহাম্মদ উল্লাহ রানা ও ডা. মনিরুল ইসলাম।
SPA অসহায়, বঞ্চিত মানুষদের পাশে আছে ভবিষ্যতেও থাকবে, আপনারাও মানবতার সেবায় এগিয়ে আসতে পারেন।